Event Details

ORIENTATION WORKSHOP AND EXPOSURE VISIT ON FAECAL SLUDGE MANAGEMENT: A SOLUTION TO SANITATION PROBLEMS IN CITIES

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ ও ITN-BUET এর যৌথ উদ্যোগে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত “ORIENTATION WORKSHOP AND EXPOSURE VISIT ON FAECAL SLUDGE MANAGEMENT: A SOLUTION TO SANITATION PROBLEMS IN CITIES” বিষয়ক পাঁচদিন ব্যাপী কর্মশালা ও একদিনের EXPOSURE VISIT এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান রিপন এবং কর্মশালার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি এরূপ কর্মশালা ও সাইট ভিজিটের মাধ্যমে তাদের ব্যবহারিক জ্ঞান অর্জনের উপর গুরুত্ত্বারোপ করেন। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদেরকে কর্মশালা হতে অর্জিত জ্ঞান প্রয়োগ করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি শিক্ষার্থীদেরকে উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় বিদ্যমান সমস্যা সমূহ সমাধানের প্রচেষ্টায় বিভাগীয় শিক্ষকদের সাহায্য নিয়ে গবেষণা কাজে নিয়োজিত হওয়ার জন্য উৎসাহ দেন এবং গবেষণাসমূহ পরিকল্পনা ও বাস্তবায়নের নিমিত্তে বিশ্ববিদ্যালয় হতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন। সবশেষে, অনুষ্ঠানের সভাপতি কর্মশালার শুভ উদ্বোধন এবং সকলের আন্তরিক অংশগ্রহণ ও কর্মশালার সাফল্য কামনা করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।